নৈসর্গের কবি জীবনানন্দ দাশের স্মরণে আমার একটি কবিতা। প্রয়াণ দিবসে শ্রদ্ধা।
ধান, কাউন, চিনার শস্যঘ্রাণ
বাতাসে ভাসিলে, আমিও চলে যাবো
এক মেঠো দুপুর ভেজা
গাঁয়ের ফসলী প্রান্তরে।
চারিদিকে শুনশান সুপারীর বন
আলতো বাতাসে কেঁপে কেঁপে
ভীরু কিশোরীর মতোন,
আকাশের বুকে আলপনা
এঁকে যাবে সবুজ মাঠের ‘পরে
দাঁড়ানো আমার দু’চোখে।
ফিঙে এক দোল খাবে
মনের সুখে , কৃষাণীর
বড় আদরের গাভীন
পিঠ বাহনে চড়ে।
কালো কইতর গুলি
উড়ে যাবে পাখনায়
সাদা সাদা শান্তির
ছবি পুষে।
কিন্তু, তোমারে নেবো
নাকো সাথে আমার।
কেন তাহা বলো?
দূরের বিভ্রম স্বপ্নে
আমারেই জানো তুমি,
কাছে গেলে নৈকট্যের
বিষাদের কাছে হার মানো।