বাঁচো! বেঁচে থাকো-গন্তব্য ছাড়া চুপ থাকো
ঠোঁটেরও ভয় আছে-
বেদনার অভ্যাস
যেকোনো নরম শব্দেরও সেফটিপিনে গাঁথো;
কখনো হুক খুলতে চেয়ো না, মেলতে যেয়ো না-
নতমুখ, ক্লান্তমেদ বাড়বে-কিছু বলবার আপ্ত ভাষা
কেবল নিজের ভেতর ভেঙেচুরে শেষ করো,
বলতে পারবে না যেটা-অভিপ্রায়; অথৈ বছরজুড়ে
অপেক্ষা করবে, তারপর কদিন পরেই
কেউ না কেউ চোখ তুলে নিয়ে গেছে-টের পাবে
ব্যথা কিভাবে গাছ হয়, যেনো ক্ষতলেপন শরীর-
প্রেমিকার ধানতারা গেরাম, অঘ্রাণের হৈম হাওয়া-
তারপর কোনোদিন শুনবে- তুমি নেই, খেরোখাতা;
ওহ! টিপু, আবার স্বাধীনতা
এবং ইচ্ছার প্রতি মনোযোগী হও, যেভাবে…