তুমি তো চলে যাবে,
যাবার আগে আর কিছুক্ষণ
থেকে যাও…
যেমন করে থেকে যায়
ভোরের শিশির ঘাসের শরীরে শরীর মেখে।
তেমন করে থেকে যাও কিছুক্ষণ।
তুমি তো চলে যাবে,
যাবার আগে আর কিছুক্ষণ
কথা বলো…
যেমন করে রাতের বকুল
আর ভোরের শিউলি ঝরে পড়ে আমার উঠোনে।
তেমন করে তুমিও ঝরে পড়ো আমার ভিতরে।
তুমি তো চলে যাবে,
যাবার আগে আর কিছুক্ষণ
স্মিত হাসি হেসে যাও…
যেমন করে হাসে থুরথুরে বৃদ্ধ
মাঘের শীতে ভোরের সূর্য দেখে ওলের চাদরের
ভিতরে।