সকলকে দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা।
আজ দীলখুশ মিঞার সন্দেশঃ ব্লগিং পর্ব।
হাই হ্যালো।
আজ আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে এসেছি। এ কথাতে কোন ধরনের বিতর্ক নেই যে আমরা যারা ব্লগ লেখি বা পড়ি তারা সকলেই কোন না কোন ভাবে লেখালেখি ভালোবাসি। আমরা আমাদের ব্যাস্ত জীবন থেকে কিছু সময় বের করে এখানে কিছু সময় দেই।
আমি মনে করি একজন লেখকের সফলতা তার পাঠকপ্রিয়তা। এ বিষয়ে বিতর্ক আছে অবশ্যই কিন্তু যারা মনে করেন জনপ্রিয়তা কোন ব্যাপার নয়, আমার লেখা আমি লিখে যাব কেউ পড়ল কি পড়ল না তা দেখার বিষয় আমার নয়, তারা আমার পোষ্টের বাকি অংশটুকু না পড়লেও পারেন। কিন্তু যারা ভাবেন ব্লগ মাধ্যমটি ব্যবহার করে আমি আমার ভাবনার লিখিত রূপকে জনপ্রিয় করে তুলব তারা পড়ে দেখতে পারেন আমার এ লেখাটি। কাজে লাগতে পারে।
শিরোনামঃ
আপনার লেখাটির একটি আকর্ষণীয় শিরোনাম দিন। মনে রাখতে হবে পাঠক সর্ব প্রথম আপনার লেখার শিরোনাম দেখে আকৃষ্ট হয়। শিরোনামের আকর্ষন হীনতার কারণে অনেক ভালো মানের লেখা পাঠকপ্রিয়তা হতে বঞ্চিত হয়।
শিরোনামের পর আপনার ব্লগে না ঢুকেও যে অংশটুকু দেখা যায় তাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করুন। এ অংশটুকু শিরোনামের মতই গুরত্বপূর্ণ।
কনটেন্টঃ
সর্বক্ষেত্রেই কনটেন্ট হচ্ছে একটি ব্লগের প্রাণ। আপনি যে বিষয় নিয়েই ব্লগিং করেন না কেন, ব্লগে অবশ্যই সবার থেকে আলাদা এবং ভালমানের কনটেন্ট থাকতে হবে। ব্লগিংয়ের ক্ষেত্রে আমি সবসময় সবাইকে এই বিষয়টির প্রতি অধিক গুরুত্ব দিতে বলি। কোন একটি পোষ্ট লিখার সময় আপনি ঐ লিখাটি সাবার কাছে সুন্দর, সহজ এবং বোধগম্য করে উপস্থাপন করতে পারলে, তখন আপনার লিখাটির প্রতি সবাই আকৃষ্ট হবে। এ ক্ষেত্রে আপনি যে কোন বিষয়ে যুক্তি ও উদাহরণের মাধ্যমে পাঠককে পরিষ্কার ধারনা দিতে পারেন। কারণ পাঠকরা আপানার মত সব বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হবে না। সে ক্ষেত্রে সহজভাবে কোন বিষয় উপস্থাপন করতে পারলে আপনি একজন ভালমানের লেখক হিসেবে স্বীকৃতি পাবেন। আরেকটি বিষয় হচ্ছে, লিখার মধ্যে অবশ্যই ভালমানের পরিপাটি করা সুন্দর ও স্মার্ট শব্দ থাকলে বিষয়টি আরো ভাল হয়।
কমেন্টের সঠিক প্রতি উত্তর দেয়াঃ
এ বিষয়টি আপনার ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। পাঠক যখন আপনার পোষ্ট পড়বে তখন পোষ্টের কিছু বিষয় হয়ত ঠিকমত বুঝবে না। এ ক্ষেত্রে তারা চাইবে কমেন্টের মাধ্যমে আপনার নিকট থেকে বিষয়টি পরিষ্কারভাবে জেনে নিতে। আপনি যদি কমেন্টের প্রতি-উত্তর প্রদানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে কমেন্টকারীকে সহজ ও বোধগম্য করে সন্তুষজনক জবাব দিতে পারেন, তাহলে ঐ পাঠক নিঃসন্দেহে আপনার ব্লগটিকে তার প্রিয় ব্লগের তালিকা রেখে Bookmark করে নেবে।
অন্যের পোষ্টে মন্তব্য করাঃ
প্রথমত অন্যের পোষ্ট পড়ুন এবং অন্যের পোষ্টে চমৎকার উপস্থাপনায় মন্তব্য করুন। ভাল লেগেছে, ভাল হয়েছে এ জাতীয় মন্তব্য না করে সমালোচনামূক মন্তব্য করুন, গঠনমূলক প্রশংসা করুন। ভাববেন না অন্যেকে কঠিকভাষায় সমালোচনা করলে সে আপনার পোষ্টে আসবে না বরং আপনি যদি লেখাটি পড়ে তার কঠিন সমালোচনা করেন তবে মাঝে মাঝে রেগে গেলেও আপনাকে মনে রাখবে এবং আপনার পোস্টে ঢুকবেই।
Social Media Promote করাঃ
বর্তমান সময়ে ব্লগের জনপ্রিয়তা বৃদ্ধি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রেও সোসিয়াল মিডিয়াকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। কারন বিভিন্ন সোসিয়াল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা এত বেশী যে, আপনার লেখার প্রচার-প্রসার এবং জনপ্রিয়তা বৃদ্ধিতে অনেক ভূমিকা পালন করে। বিশেষকরে Facebook এবং Twitter এ আপনার বিভিন্ন পোষ্টের লিংক শেয়ার করার মাধ্যমে আপনার জনপ্রিয়তা এবং ট্রাফিক দুটিই বৃদ্ধি করতে পারবেন।
অনেক কথা হলো।
ভালো থাকুন, ভালো রাখুন।